সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃচোখে মেয়েরা (পর্ব-১)
সামাজিক মাধ্যমে সবজান্তা জনতা, তাদের অতি গুরুত্বপূর্ণ মন্তব্য পেশ করে, তাঁরা কতটা মুর্খ,নীচ, কদাকার, কুরুচিসম্পন্ন বারবার প্রমাণ করে চলেছেন ! সকলের হাতে স্মার্ট ফোন, সবার অবাধ যাতায়াত ফেসবুক, ইউটিউব,ইন্সটাগ্রামে। তাই চারিদিকে দেদার মণিমুক্তা খচিত মন্তব্য দেখে ভিরমি খেয়ে অক্কা পাওয়ার অবস্থা! নুসরত,পরিমনি, মিথিলা, সুতপা, পল্লবী, বিদিশা, রেণু সকলের চরিত্র নিয়ে কাটাছেঁড়া চলছে। মৃত্যুর পর নিস্তার পাননি- সুতপা, পল্লবী, বিদিশারা।
by তামান্না | 19 June, 2022 | 423 | Tags : social media hate speech patriarchy